প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’র কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চুয়াডাঙ্গা ও মেহেরপুরে স্মাররকলিপি পেশ

 

স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’র ৭টি উপধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আন্দোলন শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারা দেশে একযোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করা হয়।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করে। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা, রুহুল আমিন ও জেসমিন নাহার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ বাবু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা খানসহ জেলার পুস্তক বিক্রেতারা।

     মেহেরপুর অফিস জানিয়েছে, প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’র ৭টি উপধারা সংশোধনীর দাবিতে মেহেরপুর জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি এএসএম ফরিদউদ্দিন ওই মানববন্ধনে নেতৃত্ব দেন।

পরে এএসএম ফরিদউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল হাসান রিপন, সদস্য আব্দুল আজিজ, তোফাজ্জেল হোসেন, এসএম ইমাম পাপ্পু, মোনায়েম হোসেন, ফারুক হেসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।