দেশ বিদেশের টুকিটাকি : অন্ধকারে দেখা যাবে!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তনে যারা অংশ নিতে পারবেন

স্টাফ রিপোর্টার: আগামী নভেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সকল গ্রাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারবে-  ১৯৯৮-২০১২ সালের ডিগ্রি পাস পরীক্ষা, ২০০০-২০১২ সালের স্নাতক চূড়ান্ত পরীক্ষা, ২০০০-২০১২ স্নাতকোত্তর (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা, ২০০৭-২০১২ সালের বিবিএ, ২০০৩-২০১২ সালের এমবিএ, ২০০৭-২০১৩ সালের বিএড (সম্মান), ২০০৬-২০১২ সালের এমএড, ২০০৮-২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স, ২০০৭-২০১২ সালের বিএফএ (সম্মান), ২০০৯-২০১২ সালের বিএফএ (পাস), ২০১০-২০১১ সালের ইসিই, ২০০৩-২০১২ সালের এলএলবি (চূড়ান্ত), ২০০৩-২০১০ সালের এমএসসি ইন সিএসই এবং পিএইচডি/এমফিল/এমএএস ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদপ্রতি ৫০০ টাকা অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট/ডেবিট কার্ডের (Mastercard, Visa, Nexus) মাধ্যমে দেওয়া যাবে। সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহীদের অনলাইনে www.convocation.nu.edu.bd http://www.nu.edu.bd এই ঠিকানায় আগামী ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: বান্দরবানের ডিমপাহাড় এলাকা থেকে সোমবার অপহৃত ৩ গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- আবু বকর (৪০), সাহাব উদ্দিন (২৫) ও আবছার আলী। তাদের বাড়ি আলীকদম উপজেলা সদরে। এর আগে গত শুক্রবার বিকেল ৪টার দিকে দুর্বৃত্তরা তাদের অপহরণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার বিকালে থানছি থানার পুলিশ জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুজনকে আটক করে। এরপর শনিবার তাদের নিয়ে থানছি ও আলীকদম থানার পুলিশ, স্থানীয় বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। আলীকদম থানার ওসি মো. সিরাজুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

গত শুক্রবার বিকালে থানছি সদরের জসিম উদ্দিন ও জনত্রিপুরা নামের দুই ব্যক্তি ডিমপাহাড় এলাকায় গরু আছে এবং এসব গরু কেনার জন্য ৩ লাখ টাকা নিয়ে সেখানে যেতে বলেন ওই তিন গরু ব্যবসায়ীকে। তারা শুক্রবার সেখানে যাওয়া মাত্রই তাদের আটক করে গভীর জংগলে নিয়ে যায়। পরে এ সব গরু ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার মিথ্যা আশ্বাসে দুর্বৃত্তরা বিকাশের মাধ্যমে শনিবার সকালে আরও ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

 

বজ্রপাতে দুই ভাইসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এবং বানিয়াচং উপজেলার কামালখানিতে আজ সোমবার বজ্রপাতে দুই ভাইসহ তিনজন প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা দেবপাড়া গ্রামের বুদ্ধি মিয়ার দুই ছেলে আবদুল আলী (৪৫) ও ওয়ালি মিয়া (৪০) এবং কামালখানি গ্রামের মুছা উল্লাহর ছেলে জুয়েল মিয়া (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আবদুল আলী ও ওয়ালি মিয়া নিজেদের জমির ধান কাটতে শ্রমিক নিয়ে গুঙ্গিয়াজুরী হাওরে যান। সেখানে ধান কাটার কাজ শেষে করে বিকেল পাঁচটার দিকে একটি নৌকাবোঝাই ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তাঁদের নৌকাটি গুঙ্গিয়াজুড়ি হাওরের কড়িয়াখালে পৌঁছালে বজ্রপাতে দুই ভাই মারা যান। এ ঘটনার আহত হন ধান কাটার শ্রমিক রুবেল মিয়া (২৫)। তাকে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

মীরসরাইয়ে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত ২

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। ৱ্যাবের দাবি, নিহত ব্যক্তিরা ডাকাত। তারা এ বছরের ফেব্রুয়ারি মাসে জোরারগঞ্জে বোমা ফাটিয়ে সোনার দোকানে ডাকাতি করে। সিসিটিভির ফুটেজে তা ধরা পড়ে। এরপর থেকে তারা পলাতক। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. ইয়াকুব ও মো. কামরুল। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তলসহ আটটি অস্ত্র উদ্ধারের দাবি করেছে ৱ্যাব। ৱ্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ বলেন, মুহুরি প্রজেক্ট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৱ্যাবের সাথে বন্দুকযুদ্ধ হয়। এতে দুজন নিহত হয়। নিহত ব্যক্তিরা গত ২৮ ফেব্রুয়ারি জোরারগঞ্জ এলাকায় শামীম জুয়েলার্স নামের একটি সোনার দোকানে ককটেল ফাটিয়ে স্বর্ণালংকার লুট করে। সিসিটিভির ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে, নিহত দুজন ওই সোনার দোকানে ডাকাতি করেছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে আনার প্রক্রিয়া চলছে।

 

কোহিনুর চুরি হয়নি, ব্রিটেনকে দান করা হয়েছে : ভারত

মাথাভাঙ্গা মনিটর: কোহিনুর হিরা ভারত থেকে ব্রিটেনে চুরি বা লুট করে নিয়ে যাওয়া হয়নি। এই কারণে ভারতের তা দাবি করা উচিত হবে না। সুপ্রিমকোর্টে এমন বক্তব্য উত্থাপন করেছে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে এমন বক্তব্যের জবাবে সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে বলেছেন, এর ফলে ভারত ১০৫ ক্যারেট ওজনের এই হীরার মালিকানা দাবি করার সুযোগ হারাবে। ভারতের সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়ান হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিস ফ্রন্ট ব্রিটেনে নিয়ে যাওয়া অ্যান্টিক জিনিসপত্র ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে আবেদন করেছেন। কোহিনুর ছাড়াও মহীশুরের রাজা টিপু সুলতানের তলোয়ারও ব্রিটেনে রয়েছে। কোহিনুর বা আলোর পাহাড় নামক হীরক খণ্ডটি পাঞ্জাবের শাসক দিলিপ সিং ১৮৪৯ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দান করেন বলে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়। এরপর হীরাটি রাণী ভিক্টোরিয়ার মুকুটে স্থাপনের জন্য লন্ডনে পাঠানো হয়। এটি এখন টাউয়ার অব লন্ডনে প্রদর্শন করা হচ্ছে।

 

অন্ধকারে দেখা যাবে!

মাথাভাঙ্গা মনিটর: ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা অসম্ভব। কিন্তু কৃত্রিম চোখ লাগানো থাকলে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতের মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন বলে দাবি করেছেন মার্কিন গবেষকেরা। গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভেতর ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তাঁরা।
‘পিএএনএস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচারে ও টেলিস্কোপে এ কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে।

 

ভূমিকম্পে শ খানেক বন্দী পালিয়েছে : নিহত বেড়ে প্রায় তিনশ

মাথাভাঙ্গা মনিটর: ইকুয়েডরে ভূমিকম্পে নিহত লোকের সংখ্যা বেড়ে ২৭২-এ পৌঁছেছে। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া আশঙ্কা প্রকাশ করেছেন, নিহত লোকের সংখ্যা বাড়তে পারে। ভূমিকম্পে দেশটির একটি কারাগার থেকে প্রায় ১০০ জন বন্দী পালিয়ে গেছে। বিধ্বস্ত ঘরবাড়ির মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। টুইটারে দেয়া এক বার্তায় ইকুয়েডরের বিচারমন্ত্রী লেডি জুনিগা জানান, পোর্তভিয়েজো শহরে কারাগার থেকে প্রায় ১০০ বন্দী ভূমিকম্পের সময় পালিয়ে গেছে। তাদের মধ্যে ৩০ জন আবার ধরা পড়েছে। কেউ নিজের ইচ্ছায় ফিরে এসেছে। অন্যদের খোঁজ চলছে। স্থানীর সময় গত শনিবার সন্ধ্যায় এক মিনিট স্থায়ী ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইকুয়েডরে আঘাত হানে। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোর্হে গ্লাস বলেন, প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া বার্তায় জানা যায়, প্রেসিডেন্ট রাফায়েল কোরাইয়া ভ্যাটিকান অঞ্চলে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন। গতকাল রোববার তিনি ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন।

 

জেরুজালেমে বাস বিস্ফোরণে আহত ২০

মাথাভাঙ্গা মনিটর: জেরুজালেমে একটি বাসে বোমা বিস্ফোরণে ২০ জন আহত হয়েছেন। সোমবার এ কথা জানান ইসরাইলের উদ্ধার কর্মকর্তারা। ছবি থেকে দেখা যায়, হেব্রন শহরের বাস থেকে ধোয়া বের হচ্ছে। স্থানীয় গণমাধ্যমগুলো ২০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে, এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা বরে অভিহিত করেছে দেশটির পুলিশ।