চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় নদীর পাড়ে নিম্নমানের উপকরণ দিয়ে গাইড : ওয়ালের কাজ করার অভিযোগ : প্রশাসনের হস্তক্ষেপ কামনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় চুনুরিপাড়ায় মাথাভাঙ্গা নদীর পাড়ে নিম্নমানের উপকরণ দিয়ে গাইড ওয়ালের কাজ করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গাইড ওয়ালের কাজ করার সময় ওই অভিযোগে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দিলেও গতকাল শনিবার আবারও কাজ শুরু করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী আরও জানান, নদীর পাড়ে গাইড ওয়ালের কাজ করার সময় নিম্নমানের বিভিন্ন  উপকরণ দেখে কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের এসডিকে মোবাইলফোনে বিষয়টি অবহিত করলে তারা রোববার ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এছাড়া ওই কাজে লুজ মাটি ও বালির পরিবর্তে মাটি ব্যবহার, মাটিতে কোনো পানি বা কমপ্রেসার ব্যবহার না করা, খোয়ার পরিমাণ কম দেয়া, খোয়ার সাথে বালি না দেয়া, পচা জিও ব্যবহার, ৪/৫টা ব্লক নিচে থেকে ফাঁকা রেখে কাজ করাসহ ওই কাজে নানা কারচুপি করা হয়েছে। ওই কাজটি টেন্ডার নিয়েছেন বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার শাহিন বিশ্বাস। ৯ লাখেরও বেশি টাকার কাজে সবমিলিয়ে ২ লাখ টাকা ব্যয় হবে বলে এলাকাবাসীর ধারণা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন তারা।

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের এসডি মো. আনোয়ার আলী জানান, আমাকে বিষয়টি এলাকাবাসী ফোনে জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা যাচাইয়ের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।