ঘরে ঘুমিয়ে থাকা নারীর গলা থেকে সোনার চেন ছিড়ে নিয়ে চম্পট চোর

 

স্টাফ রিপোর্টার: ঘরে ঘুমিয়ে থাকা নারীর গলা থেকে সোনার চেন ছিড়ে নিয়ে পালিয়েছে চোর। গতপরশু রোববার শেষ রাতে চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌছুলেও চোরের টিকি ছুতে পারেনি টহল পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা ফার্মপাড়ার ময়েন আলীর মেয়ে লাজুকের শ্বশুরবাড়ি কুষ্টিয়া ভেড়ামারায়। গতপরশু রোববার পিতার বাড়ি বেড়াতে আসে। গলায় ছিলো সোনার চেন। রাতে ভ্যাপসা গরমে ঘরের জানালা দরজা খুলেই ঘুমিয়ে পড়েন। চোর সুযোগ বুঝে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। খোলা দরজার পাশেই ঘুমিয়ে থাকা লাজুকের গলায় থাকা সোনার চেন নিয়ে চোর দৌঁড়ে পালায়। এরপরই শুরু হয় চিৎকার চেঁচামেচি। খবর দেয়া হয় পুলিশে। টহল পুলিশ পৌছে ঘটনার বর্ণনা শোনে। ব্যাস, ওই পর্যন্তই। সোনার চেন উদ্ধার দূরের কথা চোরের টিকিও ছুতে পারেনি পুলিশ।