দামুড়হুদায় ছাত্রলীগের পথসভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন

 ভাল কাজের মাধ্যমে ছাত্রলীগকে মডেল হিসেবে দাঁড় করাতে হবে

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ছাত্রলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ২টার দিকে চিৎলামোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে ওই পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। তিনি বলেন, এদেশের পুরনো ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এ ছাত্রলীগের পুরোনো ঐতিহ্য রয়েছে। যারা বর্তমানে ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন তাদের অবশ্যই ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যদিয়েই ছাত্রলীগকে একটি মডেল ছাত্রসংগঠন হিসেবে দাঁড় করাতে হবে। দেশ সেবার পাশাপশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সাথে এদেশে কোনো রাজাকার আলবদর যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইম, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক এমএ হানিফ, আইটি বিষয়ক সম্পাদক আনোয়ার হাবিব অনিক, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মেহজাবিন জাবিন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু, সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। চুয়াডাঙ্গা পৌরছাত্রলীগের সভাপতি জাবিদ সহসভাপতি মফিজুর রহমান মাফি, সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাংগঠনিক সম্পাদক জানিফ, দফতর সম্পাদক হাতেম আলী, প্রচার সম্পাদক জ্যাকি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহম্মেদ, দামুড়হুদা কলেজ ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক আকরামুল, আ. সামাদ, কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, নাটুদাহ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্মআহ্বায়ক লিমন খাঁনসহ ছাত্রলীগ নেতা আনারুল, সবুজ, ফয়সাল, ইব্রাহিম, পলাশ, আকাশ, তুষার, রাজ, তুহিন, আবুবক্কর, সাইদুর, সাজ্জাদ, খলিল, শামিম প্রমুখ।