গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধলা গ্রামের জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে ৪০ পুরিয়া হেরোইনসহ পুলিশের হাতে গ্রেফতারের পর গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ধলা গ্রামের জমির উদ্দীনের ছেলে।
গাংনী থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধলা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে জহিরুলকে হেরোইনসহ নিজ গ্রাম থেকে গ্রেফতার করে। শনিবার রাতে সে গাংনী থানা কাস্টডিতে ছিলো। ভোরের দিকে স্বাসকষ্টজনিত কারণে সে অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, স্বাসকষ্ট জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা পুলিশকে জানিয়েছেন। গতকালই জহিরুলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে গাংনী থানা। গতকালই তার দাফন সম্পন্ন হয়েছে।