স্টাফ রিপোর্টার: সরকারের চারদিকে দুর্নীতিবাজদের শক্ত অবস্থান আছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের অব্যাহত দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে দেশ আজ এক ভয়াবহ সঙ্কটের মুখোমুখি। সরকার পতন ছাড়া সুশাসন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির এক নাগরিক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন দুদু।
বাঁশ দিয়ে সরকারি দালান নির্মাণের প্রতিবাদ এবং দুর্নীতির অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হামিদুর রহমানের পদত্যাগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সংগঠনের সভাপতি মো. ওসমান গনির সভাপতিত্বে এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি ফারুক আহমেদ, এনডিপির যুগ্মমহাসচিব শামসুল আলম, দফতর সম্পাদক মো. মুছা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, আদর্শ নাগরিক আন্দোলনের সদস্য সচিব মফিজুর রহমান লিটন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের সর্বোচ্চ আদালত জেল-জরিমানা করার পরও দেশের প্রধানমন্ত্রী সেই সব মন্ত্রীদের মন্ত্রিপরিষদে রেখেছেন। দেশবাসী আশা করেছিলো, আদালত অবমাননার দায়ে প্রধানমন্ত্রী ওই দুই মন্ত্রীকে (খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী) মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেবেন। কিন্তু সেটা হয়নি। দুদু বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, সাংবাদিক শফিক রেহমান, প্রকৌশলী মাহমুদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ ও মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান।