মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান প্রফেসর আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্না………….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গতকাল শনিবার বিকেল ৪টায় মেহেরপুর শহরের মল্লিকপাড়াস্থ ডা. রমেশ ক্লিনিকে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার স্ত্রী, এক মেয়ে ও এক নাতিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতরাত বাদ এশা মেহেরপুর সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। তার দাফন অনুষ্ঠানে মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে। চাকরির সুবাদে তিনি বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন। ১৯৯৩ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বদলি হয়ে মেহেরপুর সরকারি কলেজে যোগ দেন। এরপর ১৯৯৬ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে অবসরে যান। এরপর মেহেরপুর প্রান্তিক সিনেমা হলপাড়ায় বাড়ি করে বসবাস করতে থাকেন। সম্প্রতি তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।