দেশ বিদেশের টুকিটাকি : সাহসী চীনা শিশুর কাণ্ডে হতবাক বিশ্ব!

টাউয়ার থেকে লাফ, স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের সালথার ফুলবাড়িয়া বাজার এলাকায় মোবাইল অপারেটর কোম্পানির টাউয়ারের ওপর থেকে লাফ দিয়ে তন্ময় পাল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তন্ময় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মোহন পালের ছেলে। সে স্থানীয় ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো। বাবা মোহন পাল বলেন, তন্ময় নিয়মিত স্কুলে যেতো না। ঠিকমতো স্কুলে গিয়ে পড়াশোনা করার জন্য গতকাল সকালে তাকে বকা দেয়া হয়। এতে তন্ময় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশে ফুলবাড়িয়া বাজার এলাকায় টাউয়ারের উঠে লাফ দিয়ে নিচে পড়ে মারা যায়।

 

বান্দরবানে বন্যহাতির হামলায় নিহত ১

স্টাফ রিপোর্টার: বান্দরবান সদর উপজেলার দুর্গম কদুখোলা এলাকায় গতকাল শনিবার ভোরে বন্যহাতির হামলায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তি মৃত মনিরুজ্জামানের স্ত্রী হালিমা খাতুন (৭০)। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে ঘর থেকে বের হতেই হালিমা বন্যহাতির কবলে পড়েন। এ সময় হালিমার ঘরসহ ৪টি কাঁচাঘর ভাঙচুর করে বন্যহাতির দল। গত সপ্তাহেও লামা উপজেলার দুর্গম এলাকায় বন্যহাতির হামলায় একজন নিহত হন। কদুখোলা এলাকায় গত ছয়মাসে বন্যহাতির পৃথক হামলায় নিহত হয়েছেন নারী-শিশুসহ ৫ জন গ্রামবাসী। এ সময় গুরুতর আহত হন শতাধিক লোক।

ইউপি চেয়ারম্যানের সংবর্ধনায় মারধর : যুবক নিহত

স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠানে মারধরে রাজু আহমেদ (২২) নামের এক যুবক মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে মশ্মিমনগর ইউনিয়নের নোয়ালী বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নোয়ালী বড় মসজিদ এলাকায় নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। রাত নয়টার দিকে চেয়ারম্যানের বক্তব্যের সময় রাজু আহমেদ অনুষ্ঠানস্থলে যান। সেখানে চেয়ারে বসা নিয়ে কয়েকজন যুবকের সাথে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকেরা মারধর করলে রাজু গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়। রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাজু মনিরামপুর উপজেলার তালসারি গ্রামের বাসিন্দা ছিলেন।

 

খুলনায় ভুয়া এএসপি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: খুলনা মহানরগরীতে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে অর্থ আদায়কালে এসএম নাফিউল হক শাফিন নামে এক প্রতারককে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিনটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শাফিন রাজশাহীর বোয়ালমারী এলাকার মো. মোস্তাক গাউসুল হকের ছেলে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর সার্কিট হাউস এলাকায় এক দোকানীর কাছে পাওনা টাকা আদায় করার জন্য শাফিন নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে তার কাছে ফোর্স চান। ঊর্ধ্বতন অফিসার ফোর্স চাওয়ায় ওসি তাকে সহায়তার জন্য এসআই মাহাবুবকে সঙ্গীয় ফোর্সসহ শাফিনের কাছে পাঠান।

 

মানিব্যাগ আনতে হেলিকপ্টার!

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের গভর্নর রবার্ট বেন্টলির ফেলে আসা মানিব্যাগ ফিরিয়ে আনতে পুলিশের একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এ কাজে রাজ্য সরকারের কোষাগার থেকে চার হাজার ডলার ব্যয় হয়েছে। ২০১৪ সালের শেষ দিকে বেন্টলি তার সাগরপাড়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাজ্যের তুসকালুসা শহর ছেড়ে যান। পাঁচ ঘণ্টার গাড়িভ্রমণ শেষে ওই বাড়িতে পৌঁছে তিনি টের পান নিজের মানিব্যাগটি তিনি তুসকালুসায় রেখে এসেছেন। তিনি নিজের নিরাপত্তা দায়িত্বে থাকা লোকজনকে মানিব্যাগটি নিয়ে আসতে বলেন। ফ্লাইট লগে দেখা যায়, মানিব্যাগটি ফিরিয়ে আনতে রাজ্য পুলিশের একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিলো। যৌন-কেলেঙ্কারির জন্য পদত্যাগের দাবির মুখে থাকা বেন্টলি এ ঘটনায় আত্মপক্ষ সমর্থন করে বলেন, তিনি হেলিকপ্টার ব্যবহার করে তার মানিব্যাগ আনতে বলেননি। তিনি বলেন, আমি অনুরোধ করেছি, তারা আমার মানিব্যাগ এনে দিয়েছে। কীভাবে তারা তা এনেছে আমি জানি না। হেলিকপ্টার দিয়ে আনার অনুরোধ করিনি আমি। আমি গভর্নর, নিরাপত্তার কারণেই মানিব্যাগটি ফিরিয়ে আনা দরকার ছিলো। আর আমার টাকারও দরকার ছিলো। খাওয়ার জন্য আমাকে কিছু কিনতে হয়। পরিচয়পত্রও সাথে থাকা দরকার।

 

বাড়িভাড়া দিতে পারছেন না প্রিয়াঙ্কা!

মাথাভাঙ্গা মনিটর: ১৪ বছর আগে তৎকালীন বাজপেয়ী সরকারের কাছে প্রিয়াঙ্কা এই এই দাবি জানিয়েছিলে। দিল্লির লুটেনের ২ হাজার ৭৬৫ বর্গমিটারের যে বাড়িতে প্রিয়াঙ্কা থাকতেন, সেটির মাসিক ভাড়া ছিলো ৫৩ হাজার ৪২১ রুপি। প্রিয়াঙ্কা দাবি করেন, বাড়িভাড়া খুবই বেশি। এটি তার আর্থিক সামর্থ্যের বাইরে। প্রিয়াঙ্কা সরকারের কাছে অনুরোধ করেন, তিনি আগে যে বাড়িতে ভাড়া থাকতেন, তার ভাড়া ছিলো ২৮ হাজার ৪৫১ রুপি। তিনি ৫৩ হাজার ৪২১-এর বদলে প্রতি মাসে ওই ভাড়াই দিতে চান। তিনি আরও জানান, ভারতের বিশেষ সুরক্ষা দলের (এসপিজি) অনুরোধে তিনি ওই বাংলোয় থাকেন। বাংলোর বড় একটা অংশ এসপিজি ব্যবহার করে। প্রিয়াঙ্কা এখন লোধি স্টেটের যে বাড়িতে বসবাস করেন। এর ভাড়া ৩১ হাজার ৩০০ রুপি। নিরাপত্তার কারণে প্রিয়াঙ্কাসহ আরও তিনজনকে লোধি স্টেটে সরকারিভাবে বিশেষ আবাসন দেয়া হয়েছে।

 

জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯

মাথাভাঙ্গা মনিটর: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর পর দুই দিন শক্তিশালী দুটি ভূমিকম্পে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে। আরো বহু সংখ্যক ব্যক্তি ধসে যাওয়া ভবনের নিচে আটকে আছে বলে জানা গেছে। বিভিন্ন ভবনের বাসিন্দারা জিমনেশিয়াম ও হোটেল লবিতে আশ্রয় নিয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি, গতকাল শনিবার উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। কুমানাতো শহরের কর্মকর্তা তোমোইউকি তানাকা বলেন, প্রতি ঘণ্টায় নিহতের সংখ্যা বাড়ছে।

 

তাজমহলে ডায়ানাকে অনুসরণ করলেন ব্রিটিশ রাজ দম্পতি

মাথাভাঙ্গা মনিটর: প্রেমের অদ্বিতীয় নিদর্শন তাজমহল পরিদর্শন করেছেন ব্রিটিশ রাজ দম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। তাজমহল দেখতে গিয়ে যে বেঞ্চের ওপর বসে লেডি ডায়ানা ছবি তুলছিলেন ২৪ বছর পর ঠিক সেই বেঞ্চের ওপর বসে ছবি তোলেন তার সন্তান ও পুত্রবধূ। ভারত ও ভুটান সফরের শেষ দিনে আগ্রায় তাজমহল দেখতে যান উইলিয়াম ও কেট। প্রিন্স অব ওয়েলসের সাথে বিচ্ছেদের কয়েকদিন আগে তাজমহলের এই বেঞ্চে একা বসে ছবি তুলেছিলেন ডায়ানা।

 

সাহসী চীনা শিশুর কাণ্ডে হতবাক বিশ্ব!

মাথাভাঙ্গা মনিটর: শিশুটির বয়স তিন অথবা চার। কিন্তু তীব্রভাবে সে তার থেকেও লম্বা লাঠি হাতে তেড়ে যাচ্ছে পুলিশের দিকে! গত কয়েকদিন ধরে এমনই এক ভিডিও ভাইরাল হচ্ছে চীনসহ সারা বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া এই ভিডিওটির শিশুর প্রশংসায় ভাসছে চীন। এই সংশ্লিষ্ট এক প্রতিবেদনে ম্যাশেবল জানায়, একটি লম্বা লোহার পাইপ নিয়ে চেংহুয়াংদের দিকে তেড়ে যাচ্ছে কয়েক বছরের এক শিশু। চেংগুয়াং হলো শহরের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীনের রাস্তায় বা ফুটপাতে যারা অবৈধভাবে ব্যবসা করে তাদের উচ্ছেদ করাই এদের দায়িত্ব। এই শিশুটির বৃদ্ধ দাদিও রাস্তায় পসরা সাজিয়ে বসেছিলেন। চেংগুয়াংরা যখন তাকে তুলে দিতে আসে তখনই লাঠি হাতে তেড়ে যায় শিশুটি। সে চিৎকার করে বলে, খবরদার! আমার দাদির গায়ে হাত দিবে না। সরে যাও এখান থেকে!