জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার নতুনপাড়া ফরমান মণ্ডলের বাগানবাড়ি পিকনিক কর্নারে অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক এ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। এ সম্মেলন নতুপাড়ায় গড়ে ওঠা ফরমান মণ্ডলের বাগানবাড়ি শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের এক মিলন মেলায় পরিণত হয়। ১৬ সদস্য বিশিষ্ট জীবননগর উপজেলা স্কাউটসের কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ সাধারণ পদে পুনর্নির্বাচিত হয়েছেন। কমিশনার নির্বাচিত হয়েছেন উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান।
কমিটিতে পদাধিকার বলে সভাপতি পদে ইউএনও নুরুল হাফিজ, সহসভাপতি পদে যথাক্রমে হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, বিসিকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস ও গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম, যুগ্মসম্পাদক পদে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোমিন উদ্দিন, কোষাধ্যক্ষ পদে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়াও গ্রুপ সভাপতি পদে মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার, শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকিবিল্লাহ, আন্দুলবাড়িয়া সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তার ও দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ এবং সহযোগি সদস্য নির্বাচিত হয়েছেন পুরাতন তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান ও জীবননগর বালিকা বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক আফম সালাউদ্দীন কবির।