দামুড়হুদা প্রতিনিধি: বদলে যাচ্ছে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকার দৃশ্যপট। যানজট নিরসনে নির্মাণ করা হচ্ছে গাইড ওয়াল। ফলে লাঘব হতে চলেছে দীর্ঘদিনের যানজট সমস্যা। উপজেলা পরিষদের উদ্যোগে এডিবর অর্থায়নে বাসস্ট্যান্ড এলাকায় ৭৬ মিটার লম্বা গাইড ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে ওই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ইউপি সদস্য আবুল হাশেম, উপসহকারী প্রকৌশলী খালিদ হোসেন, কার্যসহকারী খলিলুর রহমান প্রমুখ। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ডকে যানজটমুক্ত করতেই ওই উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা যানজটমুক্ত করার মহতি উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দনসহ ধান্যবাদ জ্ঞপান করেছেন এলাকাবাসী।