কার্পাসডাঙ্গার শিবনগর বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন : বসতঘরসহ ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসইউনিয়নের শিবনগর গ্রামের মল্লিকপাড়ায় গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে আগুনে পুড়ে গেছে বসতবাড়িসহ ২ লক্ষাধিক টাকার মালামাল।

এরফান উদ্দীনের ছেলে ক্ষতিগ্রস্ত নাসির উদ্দীন জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে  ছড়িয়ে পড়ে। আগুনে দুটি আধ-পাঁকাঘর নগদ ৪০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়। স্থানীয়রা  প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার আগে রান্না ও  বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নাসিরের রাত কাটবে এখন খোলা আকাশের নিচে। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ছুটে যান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান নগদ ১০ হাজার টাকা দেন। তিনি এ সময় বলেন আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো। উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউপি মেম্বার আব্দুর সবুর।