আমিরপুরের মসলেমের অবস্থা আশঙ্কাজনক : থানায় নালিশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আমিরপুরের গরুব্যবাসায়ী মসলেম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চুয়াডাঙ্গা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখান থেকে ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। পারিবারিকসূত্র এ তথ্য জানিয়ে বলেছেন, গত বুধবার রাত ৮টার দিকে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যার চেষ্টা চলানো হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এজাহারও পেশ করা হয়েছে।

মসলেম উদ্দীনের ছেলে রবজেল হোসেন লিখিত অভিযোগে বলেছেন, গ্রামেরই ফজলুর রহমান, মহিদুল ইসলাম, মালক, ওহিদ, আমিরুল, শামীম ও খোকন আমার পিতাকে হত্যার জন্যই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। ওইদিন আমার পিতা আলমডাঙ্গা পশুহাট থেকে বাড়ি ফিরছিলেন। কাছে ছিলো নগদ ১ লাখ ৮০ হাজার টাকা। গ্রামের রেজেক আলীর বাড়ির নিকট পৌঁছুলে আসামির হামলা চালিয়ে গুরুতর আহত করে। কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। পিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায। আমরা আমার পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। অথচ হামলাকারীরাই মিথ্যা অপ প্রচার চালিয়ে বলেছে, আপত্তিকর উক্তি আওড়ানোর কারণে মারপিট করা হয়। আসলে হত্যার জন্যই তার মুখে ও মাথায় গুরুতর আঘাত করা হয়েছে।