ফেনসিডিলসহ দর্শনার বাপ্পী পুলিশের হাতে আটক

 

বেগমপুর প্রতিনিধি: ফেনসিডিলসহ দর্শনা বাসস্ট্যান্ড এলাকার বাপ্পী বেগমপুর ক্যাম্প পুলিশের হাতে আটক হয়েছে। আটককৃতকে মালামালসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তীতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকার তমালতলা মসজিদের সামনে। এ সময় পুলিশ মসজিদের সামনের সড়কের ওপর থেকে ১২ বোতল ফেনসিডিলসহ বাপ্পীকে (৩০) আটক করে। সে দর্শনা পৌর শহরের বাসস্ট্যান্ড পাড়ার আলী আহম্মেদের ছেলে। বাপ্পীকে ফেনসিডিলসহ গতকালই চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।