দামুড়হুদার চণ্ডিপুরে ভাগ্নের হাতে মামা আহত

 

কুড়লগাছি প্রতিনিধি:  দামুড়হুদার চণ্ডিপুরে ভাগ্নের হাতে মামা গুরুতর জখম হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে ভাগ্নে মধু, মশিউর ও জবেদ আলী মামা মান্নানর সাথে কথাকাটি করে। এক পর্যায়ে মামা মান্নানের ওপর ঝাপিয়ে পড়ে মারধর করতে থাকে তারা।

জানা গেছে, পূর্বশুত্রুতার জের ধরেই মামা মান্নানকে মারধর করেছে বলে জানায় এলাকাবাসী। এদিকে মান্নান বলেন, আমার সাথে কারো কোনো শত্রুতা নেই। আমার মুদিদোকানে মাল ক্রয় করার পার দাম নিয়ে কথাকাটাকাটি হয় । এক পর্যায়ে নাসির উদ্দীনের ছেলে মজিবর, মজিবরের ছেলে মধু, মশিউর, জবেদ আলী, নাসিরের ছেলে সুলাইমান এবং নজরুলের ছেলে রজব আলী মামা মান্নানকে দোকান থেকে টেনে হেঁচড়ে বের করে বাটামপেটা করে পালিয়ে যায়। এ ব্যাপারে মান্নান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন।