জীবননগর ব্যুরো: ঢাকা থেকে ফেরার পথে পাটুরিয়া বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া ট্রাকের ড্রাইভার আব্দুল আজিজ (২৮) নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে চালকের আসনে থাকা হেলপার জাহাঙ্গীর (২২)। নিহত ড্রাইভার আজিজ নতুন তেঁতুলিয়া গ্রামের বিশারত আলী ওরফে বিষার ছেলে। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জীবননগর উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামের বিশারত আলীর ছেলে একজন ট্রাক ড্রাইভার। তিনি উপজেলার পিয়ারতলার সাগরের ট্রাকের ড্রাইভার। ঢাকায় মাল নামিয়ে বাড়ি ফিরছিলো। এ সময় ঘুম পায় আজিজের। তিনি হেলপার জাহাঙ্গীররের হাতে ট্রাক দিয়ে ঘুমিয়ে পড়েন। ট্রাকটি পাটুরিয়া বাইপাসে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে গিয়ে ধাক্কা মারে। দুর্ঘটনাকালে হেলফার ট্রাক থেকে লাফিয়ে নিজের প্রাণ বাঁচালেও ঘুমন্ত আজিজ ক্যাবিনের ভেতর পিষ্ট হয়। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল আজিজ এক মেয়ের জনক বলে জানা গেছে। গতকাল বুধবার রাতে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।