প্রবাহমান তাপপ্রবাহ আজও অব্যাহত থাকার পূর্বাভাস
স্টাফ রিপোর্টার: যেভাবে চড়ছিলো তাপ, তরতর করে উঠছিলো ব্যারোমিটারের পারদ সেভাবে আর উঠছে না। বরঞ্চ অনেকটাই কমেছে। গতকালও চুয়াডাঙ্গায় তাপমাত্রা হ্রাস পেয়েছে কিছুটা। তবে তীব্র খরতাপের কমতি ছিলো না। মৃদু থেকে মাঝারী ধরণের তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। আজ পয়লা বোশেখেও অভিন্ন থাকতে পারে সূর্যের মেজাজ। তবে মাঝে মাঝে আকাশে দেখা দিতে পারে মেঘ মালা। তীব্র তাপে অনেকেই হিটস্ট্রোকে আক্রন্ত হচ্ছেন। এদের একজন আলমডাঙ্গা জামজামির বহুল পরিচিত আলঙ্গ চায়ের দোকানি আরঙ্গজেব হিটস্ট্রোকে গতকাল বুধবার মারা গেছেন।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমব১/২ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজধসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অনত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা জামজামি বাজারের চা দোকানী আরঙ্গজেব ওরফে আরঙ্গ আর নেই। নিজ চায়ের দোকানে বেলা সাড়ে ১১টার দিকে হিটস্ট্রোকে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় দুপুর দুটোর দিকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র (৫৮) বছর।