ঝিনাইদহ প্রতিনিধি: ঝড়ে পড়া গাছের ডালের জ্বালানি নিয়ে শাশুড়ি রোকেয়া বেগম (৫৫) এবং ছেলের বউ রুনা খাতুনের (৩২) মধ্যে ঝগড়া, চলোচুলি এক পর্যায়ে বউয়ের কামড়ে শাশুড়ি রোকেয়া বেগম জখম হয়েছেন। জখম রোকেয়া বেগমকে নগরবাথান বাজরের একটি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়াসহ চোয়ালে কামড়ের ক্ষত স্থানে সেলাই দেয়া হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের হামিরহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
গ্রামবাসী জানায়, জেলার হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নরে হামিরহাটি গ্রামের তমছের আলী কাঠমিস্ত্রির স্ত্রী রোকেয়া বেগমের ছেলে রবিউল ইসলামের স্ত্রী রুনা খাতুন (৩২) কয়েক দিন আগে ঝড়ে পাড়া গাছের ডালের জ্বালানি নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে রোকেয়া বেগম এবং ছেলের বউ রুনা খাতুনের মধ্যে চলোচুলি একপর্যায়ে বউয়ের কামড়ে শাশুড়ি রোকেয়া বেগম জখম হন।