স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কোটালী গ্রামে কৃষকের একটি আমবাগান কেটে সাবাড় করা হয়েছে। গত সোমবার রাতে শত্রুতামূলকভাবে বাগানের সব গাছ কেটে দেয় দুর্বৃত্তরা।
বাগান মালিক রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাগানে হামলে পড়ে। তারা ৬ বিঘা জমির আমসহ বাগানের সব গাছ কেটে দেয়। শত্রুতামূলকভাবে গাছগুলো কেটে দেয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় টর্চলাইট জ্বালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।