স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। এ সময় তিনি বলেন, পয়লা বোশেখ বাংলা নববর্ষ। এই দিনটি প্রতি বছর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিই। নতুন বছরকে স্বাগত জানিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে বাঙালি জাতি। কিন্তু কিছু কিছু সময় আমাদের সেই আনন্দকে ম্লান করে দেয়ার চেষ্টা করে কিছু সাম্প্রদায়িক মানুষ। তারা জনসমাগমের জায়গাকে বেছে নিয়ে নাশকতা চালায়। এ জন্য জেলার প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য পুলিশ সুপারকে অনুরোধ জানান।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, পয়লা বোশেখে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। চুয়াডাঙ্গার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রস্তুত। ইভটিজিং চুয়াডাঙ্গাকে শূন্যের কোঠায় আনা হবে। আগামী ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চুয়াডাঙ্গার মানুষ সহযোগিতা করেছে বলে গত পৌরসভা ও সদরের ৪টি ইউনিয়ন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং আগামী ২৩ এপ্রিল নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করা যায়, যাতে ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারেন এজন্য সকলের সহযোগিতা চান। কোথাও কোনো সমস্যা হলে পুলিশ প্রশাসনকে জানানোর অনুরোধ জানান। আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। তিনি পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা চান। চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় বক্তব্য রাখেন স্ব স্ব বিভাগের কর্মকর্তাগণ।