ঝিনাইদহ প্রতিনিধি: কালীগঞ্জ শহরের ফয়লা সড়কে রোজা মোবাইল লিংক নামের একটি দোকানে চুরির ঘটনায় খায়রুল ইসলামকে আটক করেছে র্যাব। গোপনসূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ফয়লা থেকে তাকে আটক করা হয়। তিনি একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার দুপুরে র্যাব কর্মকর্তা মনির হোসেন জানান, গত ১২ মার্চ ফয়লা গ্রামের মৃত রজমান আলীর ছেলে শফিকুল ইসলামের মালিকানাধীন রোজা মোবাইল লিংক নামের দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের শাটার ভেঙে সাড়ে ৮ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে র্যাব খায়রুল ইসলামকে আটক করে। এ চুরির সাথে জড়িত আরও অনেকে র্যাবের নজরদারিতে রয়েছে বলে সূত্র জানায়। এ ব্যাপারে গতকাল কালীগঞ্জ থানায় দোকান মালিক শফিকুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেন। কিন্তু পুলিশ এই মামলায় কাউকে আটক করতে পারেনি। অবশেষে খায়রুলকে গ্রেফতারের মধ্যদিয়ে দুর্ধর্ষ এই চুরির রহস্য উন্মোচিত হলো বলে মামলার বাদী মনে করছেন।