স্টাফ রিপোর্টার: তুচ্ছ ঘটনা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে তুমুল মারামারিতে উভয়পক্ষের কয়েক নারীসহ আহত হয়েছেন ৮ জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের অভ্যন্তরেও উভয়পক্ষ উত্তেজিত হয়ে একে অপরের ওপর মারমুখি আচরণ করে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছ, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার লক্ষ্মীপুরের নওয়াব আলীর ছেলে শামীমের সাথে আয়ুব আলীর ছেলে জিনারুলের গরু কিনে দেয়া নিয়ে বিরোধ দানা বাধে।এরই জের ধরে গতকাল বাধে সংঘর্ষ। এতে শামীম (২৫)তার ভাই মানিক (১৩)তাদের মা মিনারা খাতুন, বাবা নওয়াব অলী, মোহাম্মদ আলীর স্ত্রী জোসনা খাতুন (২০) ও অপরপক্ষের আয়ুব আলীর ছেল জিনারুল,সোহাগ, আনারুলের স্ত্রী মনিরা খাতুন।