মুন্সিগঞ্জ একাডেমীর সাবেক শিক্ষক শ্রীমন্ত স্যারের ইন্তেকাল: গভীর শ্রদ্ধায় জানানো হলে শেষ বিদায়

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমীর অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীমন্ত কুমার পাত্র স্যার আর নেই। গত রোববার রাতে নিজ বাড়ি গড়গড়ি গ্রামে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গতকাল সকালে তার প্রিয় প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ একাডেমীতে মরদেহ আনা হয়। গভীর মমতা আর শ্রদ্ধায় ফুল দিয়ে শেষ বিদায় জানাতে আসে স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

জানা গেছে, গত পরশু রোববার রাত সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ একাডেমীর প্রাক্তন সহকারী শিক্ষক শ্রীমন্ত কুমার পাত্র (৭৬) নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুতে এলাকায় চলতে থাকে শোক। প্রিয় শিক্ষক শেষ বিদায় জানাতে স্যারের প্রিয় প্রাক্তন ছাত্ররা ছুটে আসেন। সকালে মরদেহ নেয়া হয় মুন্সিগঞ্জ একাডেমীতে। গভীর মমতা আর ভালবাসায় সিক্ত হন তিনি। ছুটে এসে শ্রদ্ধা জানান তার পুরোনো সহকর্মীরাও। শ্রদ্ধা জানান আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান, স্কুলের প্রধান শিক্ষক আতিয়ার রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান হান্নান। দুপুর ১২টায় খুদিয়াখালী শ্মশানঘাটে তার মরদেহের সৎকার করা হয়।

স্কুলসূত্রে জানা যায়, শ্রীমন্ত কুমার পাত্র ১০ জানুয়ারি ১৯৪০ সালে মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালের ১ এপ্রিল সহকারী শিক্ষক হিসেবে মুন্সিগঞ্জ একাডেমীতে যোগদান করে। তিনি দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেন। ২০০০ সালের ৯ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। শ্রীমন্ত কুমার পাত্র যেমন ছিলেন সদালাপী আর শিক্ষক হিসেবেও ছিলেন অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন। নীলমণিগঞ্জ বাজারের ইঞ্জিনিয়ার রফিক, মুন্সিগঞ্জ বাজারের বাবলু ডাক্তার, খুদিয়াখালীর ডাক্তার ক্যাপ্টেন, ফজলুল হকসহ অনেক সফল ব্যক্তি তার ছাত্র ছিলেন। তারা তাদের প্রিয় শিক্ষকের আত্মার শান্তি কামনা করেন।