মাদক ছেড়ে সুপথে ফিরলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে

 

শেখ সফি: মুজিবনগর একটি ঐতিহাসিক স্থান। আর এই স্থান থেকে মেহেরপুর জেলাকে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য প্রতিটি অভিভাবককে এগিয়ে আসতে হবে। কারণ প্রতিটি সন্তান মাদকাসক্ত হয় তার পরিবারের অসচেতনতার অভাবে। আগামীতে কোনো মাদকাসক্ত ছেলে-মেয়েদের চাকরির ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা করা হবে না। গতকাল বিকেলে মুজিবনগর উপজেলার মোনাখালী বাজারে মাদক নিয়ন্ত্রণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন পুলিশ সুপার হামিদুল আলম। তিনি আরও বলেন কোনো মাদকসেবী বা ব্যবসায়ী যদি মাদক ছেড়ে সুপথে ফিরতে চাই তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। আর যদি সে পুনরায় আগের রাস্তায় ফিরে যায় তাহলে শাস্তির মেয়াদ দ্বিগুন হবে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্টি সমাজসেবক আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামাল হোসেন,    মোনাখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মফিজুর রহমান। বক্তব্য রাখেন  মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনারুল ইসলাম, সমাজসেবক কামারুল ইসলাম, সেলিম রেজা মিঠু প্রমুখ।

অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় ১০ মাদকসেবী পরবর্তীতে আর মাদক সেবন না করে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে পুলিশ সুপার হামিদুল আলমের কাছে শপথ করেন। সমাজে তাদের প্রতিষ্ঠিত হতে পুলিশ সুপার হামিদুল আলম এ সময় তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।