মহেশপুরে এইচএসসি পরীক্ষায় টনক নড়েছে কর্তৃপক্ষের পদ্মপুকুর পরীক্ষা কেন্দ্রে ২ ছাত্র বহিষ্কার

 

মহেশপুর প্রতিনিধি: এইচএসসি পরীক্ষায় মহেশপুরে নকলে ছড়াছড়ি শিরোনামে সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়েছে। গতকাল রোববার পদ্মপুকুর কলেজের পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে ২ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, মহেশপুর উপজেলার একাধিক কেন্দ্রে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ এপ্রিল ইংরেজি ১ম পত্রের পরীক্ষার দিন ব্যাপকভাবে নকল চলার সংবাদ পত্রিকায় প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে এবং সবকটি পরীক্ষা কেন্দ্রে রেড এলার্ট জারি করা হয়। ছাত্রছাত্রীদেরকে চেকিং করে হলে প্রবেশ করতে দেয়া হয়। বহিরাগতরা হলের ভেতর ঢুকরে পারেনি। তারপরও মহেশপুর পদ্মপুকুর কলেজের কেন্দ্রে অসদুপায় অবলম্বন করার কারণে আলফাতুনেচ্ছা কলেজের ১ ও পদ্মপুকুর কলেজের ১ জনকে বহিষ্কার করা হয়। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, ২ জনকে বহিষ্কার করা হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল হাই জানান, তার কলেজে কোনো নকল হচ্ছে না, অফিসাররা কেন্দ্রে অতিরিক্ত বাড়াবাড়ি করেছে।