বাংলা নববর্ষ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় সিনিয়র একাদশ ফাইনালে উন্নীত

 

স্টাফ রিপোর্টার: ১৪২৩ বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বাংলা নববর্ষ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় গতকালের খেলায় চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির সিনিয়র একাদশ ২৫ রানে বি টিমকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে সিনিয়র একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৬৬ রান সংগ্রহ করে। জবাবে বি টিম ১৪১ রানে গুটিয়ে যায়। সিনিয়র একাদশের ফরিদুল ইসলাম ৫৬ ও শাকিল ৫৪ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৫৬ রানের পাশাপাশি ৪ উইকেট দখল করে বিজয়ী দলের ফরিদুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আজ একই মাঠে জুনিয়র একাদশ (অনূর্ধ্ব-১৪) ফাইনালে মুখোমুখি হবে সিনিয়র একাদশের বিপক্ষে। প্রতিযোগিতার ফাইনাল শেষে আগামীকাল চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি চত্বরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। একই সাথে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হবে।