স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার হাট ইজারা দরপত্র বাক্স নির্দিষ্ট সময়ে খোলা হয়নি। এ অভিযোগ বলেছেন সহিদুল হক সাইদ। অবশ্য অভিযোগের প্রেক্ষিতে পৌর মেয়র বলেছেন, বাকশটি যেভাবে সিলগালা মারা থাকে সেভাবেই রাখা আছে। আজ মঙ্গলবার দরপত্র দাতা ও সংবাদিকদের সামনেই তা খোলা হবে। যেহেতু দরপত্রটি বর্তমান পরিষদের প্রথম হাট ইজারাদার নিযুক্ত করণের সেহেতু স্বচ্ছ্বতার কারণেই সকলের সামনে নিয়মতান্ত্রিকভাবেই খোলা হবে। পক্ষান্তরে অভিযোগকারী সহিদুল হক সাইদ বলেছেন, দরপত্র আহ্বানের পর আমরা অনেকেই তা নির্ধারিত বাক্সে দাখিল করি। সোমবার বিকেল ৩টার মধ্যে তা উপস্থিতি দরপত্র দাতাদের সামনে খোলার কথা ছিলো। তা না খুলে নিজেদের হেফাজতে রাখা অনিয়ম।