দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফর উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক সীমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা

দর্শনা জয়নগর সমান্তে বিজিবি-বিএসএফর উচ্চ পর্যায়ের পতাকা বৈঠক সমান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা

দর্শনা অফিস: সীমান্তে মানব, মাদক, চোরাচালান রোধসহ বিরজমান সমস্যা নিরসনে দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেট মাহেন্দ্র কুমারের নেতৃত্বে প্রতিনিধিদল দর্শনা জয়নগর সীমান্তে পৌঁছুলে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যার্থনা জানান চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদ। পরে জয়নগর সীমান্তে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন বিজিবি-বিএসএফ’র কর্মকর্তারা। দীর্ঘ সময়ের বৈঠকে সীমান্তে বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন। বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা- ৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল আমির মজিদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, ৫৮ বর্ডার গার্ডের পরিচালক তাজুল ইসলাম প্রমুখ। বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন, ১১৩ ব্যাটালিয়নের কমান্ডেন্ট মাহেন্দ্র কুমার, স্ট্যাফ অফিসার এডিএস ইয়াদব, সতিষ চন্দ্র প্রমুখ।