দর্শনা কেরুজ আমতলাপাড়ার ছাত্রদল নেতা জনিকে কুপিয়ে জখম ঢাকায় রেফার

 

দর্শনা অফিস: দর্শনা কেরুজ আমতলাপাড়ার জনিকে কুপিয়ে জখম করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে ঢাকায়।

জানা গেছে, কেরুজ কানা পুকুরটি গভীর করণের জন্য চিনিকল কর্তৃপক্ষ জনৈক ঠিকাদারকে ইজারা দেয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠান পুকুর থেকে বালি উত্তোলন করে বিক্রি করছে। এ বালি বিক্রিকে কেন্দ্র করে দর্শনা পৌর শহরের মোহাম্মদপুরের আব্দুল বারেকের ছেলে ইউসুফের সাথে কেরুজ আমতলাপাড়ার মোসলেম উদ্দিন খানের ছেলে ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শামীম খান জনির বাকবিতণ্ডের ঘটনা ঘটে গতকাল সোমবার সকাল ১০টার দিকে। উভয়ের বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউসুফের হাতে থাকা ধারালো দার কোপে মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছে জনি। মুমূষু অবস্থায় জনিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রেফার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। গতকালই জনিকে ঢাকায় নিয়েছে পরিবারের সদস্যরা। এ ঘটনায় জনির পরিবারের পক্ষ থেকে ইউসুফ ও খবিরসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।