ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়ারদের পারিশ্রমিক

 

স্টাফ রিপোর্টার: ২২ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এর আগে রোববার হয়ে গেল লিগে অংশ নেয়া ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। এর মধ্যে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি। ‘আইকন’ ক্যাটাগরির এ খেলোয়াড়কে দলে নিয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। একই দামে মুশফিকুর রহিমকে মোহামেডান, মাহমুদউল্লাহ রিয়াদকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সাব্বির রহমানকে প্রাইম ব্যাংক, ইমরুল কায়েসকে ব্রাদার্স ইউনিয়ন এবং সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়েছে আবাহনী লিমিটেড। তবে সাকিব এখন আইপিএলে ব্যস্ত রয়েছেন। এদিকে ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে সৌম্য সরকার ও মোহাম্মদ মিথুনকে ২৫ লাখ টাকায় দলে টেনেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একই দামে মুস্তাফিজুর রহমানকে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মুমিনুল হককে ভিক্টোরিয়া নাসির হোসেনকে প্রাইম দোলেশ্বর ও এনামুল হক বিজয়কে নিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২০ লাখ টাকা। তাদের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরাফাত সানী, শুভাগত হোম, রনি তালুকদার, শাহরিয়ার নাফীস, নাঈম ইসলাম, লিটন কুমার দাস, শামসুর রহমান শুভ ও তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা। এছাড়া ‘বি প্লাস’ ক্যাটাগরি ১৫ লাখ, ‘বি’ ১২ লাখ, ‘সি’ ৮ লাখ, ‘ডি’ ৫ লাখ, ‘ই’ ৩.৫ লাখ ও ‘এফ’ ১ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। এবারই ক্রিকেটাররা তিন ভাগে পারিশ্রমিক পাবেন। টুর্নামেন্ট শুরুর আগেই ৩০ ভাগ পারিশ্রমিক পেয়ে যাবেন তারা। ৩০ ভাগ পাবে টুর্নামেন্ট চলাকালীন সময়ে। আর টুর্নামেন্ট শেষ হওয়ার ছয় সপ্তার মধ্যে বাকি ৪০ ভাগ পারিশ্রমিক পেয়ে যাবেন খেলোয়াড়রা।