জীবননগরে কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 

জীবননগর ব্যুরো: জীবননগরে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বসুতিপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে একদল যুবক কাঠ ব্যবসায়ী ইউনুস আলীর (৩৫) ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

জানা গেছে, উপজেলার আঁশতলাপাড়ার ওয়াজেদ আলীর ছেলে কাঠ ব্যবসায়ী ইউনুস আলী নিজ দোকানে বসে ছিলেন। এ সময় দোকানে এসে অকস্মিকভাবে বসুতিপাড়ার লতিফ দালালের দু ছেলে শরিফুল ও মিন্টু, শওকত আলীর ছেলে ইক্তা, মকছেদ আলীর ছেলে মুকুল ও বৈদ্যনাথপুরের জাহিদ হাসুয়া, দা ও কাচি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ সময় ইউনুস আলীর কাছে থাকা নগদ ৪৭ হাজার ৬৭০ টাকা ও একটি মোবাইলফোন হামলাকারীরা ছিনিয়ে নেয়। রক্তাক্ত জখম অবস্থায় ইউনুস আলীকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।