চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কমিটিরসভা অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কমিটিরসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে গত ১৪ মার্চের সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত সমূহ এবং মার্চ মাসের প্রজেকশন ভিত্তিক কার্যক্রমের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ পরিচালক রেজাউল করিম।

জেলা পরিবার পরিকল্পনা কমিটিরসভায় আগামী জুন-২০১৬’র মধ্যে স্থায়ী ও দীর্ঘ মেয়াদী পদ্ধতিতে মোট সক্ষম দম্পতির ২০ শতাংশ অর্জনসহ মোট পদ্ধতি গ্রহণকারীর হার ৮৫ শতাংশ এ উন্নীত করার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল সরকারি ও বেসরকারি সংস্থার প্রধানগণকে আরো তৎপরতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি এ জেলার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে উপজেলা কর্মকর্তাদের তদারকি ব্যবস্থা অধিকতর জোরদার করতে এবং স্বাভাবিক প্রসব সেবা বৃদ্ধির জন্য গর্ভবতী মা এবং তাদের পরিবারকে উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সিভিল সার্জন ডা. পিতম্বর রায়, জেলা সমবায় অফিসার মনজুর কাদের, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা সংস্থার সভানেত্রী, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহমুদা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) তরুণ কুমার দাশ, দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল হান্নান, জীবননগর পরিবার পরিকল্পনা অফিসার, আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, জেলা ব্রাক প্রতিনিধি, বিশ্বজিৎ বিশ্বাস, ক্লিনিক ম্যানেজার, মেরী স্টোপস, চুয়াডাঙ্গা নাফিস আহ্মেদ, ক্লিনিক ম্যানেজার, পিএসকেএস, আলমডাঙ্গা: আশাদুল হক, ক্লিনিক ম্যানেজার, জাতীয় তরুন সংঘ, জীবননগর: আসাদুল ইসলাম, ক্লিনিক ম্যানেজার, পিকেএস, দর্শনা, দামুড়হুদা: মুশতাক আহমেদ, ক্লিনিক ম্যানেজার, পিকেএস, চুয়াডাঙ্গা পৌরসভা প্রমুখ উপস্থিত ছিলেন।