স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান জামিল বাবুর চুয়াডাঙ্গায় বরণ করে নেয় জীবননগর উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতৃবৃন্দ। পরে একে একে দামুড়হুদা ও জেলা কমিটির নেতৃবৃন্দরাও তাকে বরণ শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চুয়াডাঙ্গার জীবননগরে আসেন। ফুলের মালা দিয়ে বরণ শেষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানায় উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দরা। পরে দর্শনা থেকে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে স্বাগত জানায় দামুড়হুদা উপজেলা শাখা। দামুড়হুদায় আলোচনাসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। আলোচনাসভা শেষে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন হাসান জামিল বাবু। চুয়াডাঙ্গার ভীমরুল্লাহ জেলগেট থেকে তাকে বরণ করে স্বাগত জানায় জেলা শাখার নেতৃবৃন্দরা। মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে নেয়া হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। চুয়াডাঙ্গা জেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু প্রজন্ম লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক মাসুদুর রহমান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাসান জামিল বাবু। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ পৌর শাখার আহ্বায়ক মো. লোসন, যুগ্মআহ্বায়ক সোহেল রানা, সদর থানা যুগ্মআহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ। পরে আলমডাঙ্গা উপজেলার নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাকে স্বাগত জানান।