ভ্রাম্যমাণ সংবাদদাতা: ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কার্পাসডাঙ্গায় দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু পক্ষের ৪ জন গুরুতর জখম হয়েছেন। গতকাল সোমবার দুই দফায় মারামারির ঘটনা ঘটে। আহতরা হলেন কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার তরিকুল ইসলাম, আশরাফ আলী, কোমরপুরের সালাম ও রুবেল।
এলাকাসূত্রে জানা গেছে, গতকাল বিকেলে কার্পাসডাঙ্গা কলেজমাঠে কার্পাসডাঙ্গা পূর্বপাড়া ও পার্শ্ববর্তী কোমরপুর গ্রামের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার লিটন নামের একজন প্রতিপক্ষের লোকজনকে মারধর করলে সংঘর্ষ ছড়িয়ে যায়। পরে কার্পাসডাঙ্গা ব্রিজের কাছে রাত ৯টায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। উভয় পক্ষই লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা রক্তাক্ত জখম হয়েছেন।