আলমডাঙ্গার আইন্দিপুর মাদরাসার সরকারি অনুদান অত্মসাতের অভিযোগ

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের আইন্দিপুর হাফেজিয়া মাদরাসার উন্নয়নের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পরিষদের দেয়া অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

জানা গেছে, চিৎলা ইউনিয়নের আইন্দিপুর হাফেজিয়া মাদরাসার সার্বিক উন্নয়েনের লক্ষ্যে সম্প্রতি জেলা পরিষদ থেকে দেয়া হয় ১ লাখ টাকা। সেই অনুদানের টাকা মাদরাসার ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে। এই বিষয়ে মাদরাসা কমিটির সভাপতি আইন্দিপুর গ্রামের নাজিম উদ্দিন বলেন এক পক্ষ মাদরাসায় নতুন নামে কমিটি দেখিয়ে গ্রামের দেড় শতাধিক ব্যক্তির স্বাক্ষর নিয়ে জেলা পরিষদে অনুদানের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে গত ২ সপ্তাহ আগে মাদরাসার উন্নয়নের জন্য জেলা পরিষদ ১ লাখ টাকার অনুদান দেয়। সেই টাকা দুইটি চেকে ৫০ হাজার টাকা করে দুই বারে উত্তলোন করা হবে বলে আমরা জানি। কয়েকদিন আগে প্রথম ধাপের একটি ৫০ হাজার টাকার চেক পাস করানো হয়। আইন্দিপুর গ্রামের এনজিওকর্মী রেজাউল হকের ছেলে আলিম হোসেন টাকা তুলে মাদরাসা ফান্ডে ২২ হাজার টাকা জমা দেন। এ বিষয়ে মাদরাসা কমিটি বাকি টাকা কোথায় জানতে চাইলে বলে বিভিন্নভাবে খরচ হয়েছে এবং বিভিন্ন দফতরে ঘুষ দেয়া হয়েছে বলে তিনি জানান। তবে এলাকাবাসী অভিযোগ করে বলেছে মাদরাসা-মসজিদে সবাই নিজের পকেটের টাকা দিয়ে কিছুটা হলেও সহযোগিতা করে। গ্রামবাসী অভিযোগ করে শুধু আলীম হোসেন নয় তার সাথে আরও কেউ এই জঘন্য কাজের সাথে জড়িত থেকে থাকতে পারে। যেহেতু সরকারি অনুদান তাই বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রামবাসী।