মাথাভাঙ্গা মনিটর: কোলকাতা নাইট রাইডার্সের মরসুম শুরুর ম্যাচে একাদশে জায়গা পাননি সাকিব আল হাসান। তবে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে অনুভূত হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব। নতুন কোচ জ্যাক ক্যালিসের যাত্রা শুরু হলো উড়ন্ত জয়ে। ইডেন গার্ডেনসে দিল্লি ডেয়ারডেভিলসকে ৯ উইকেটে হারিয়েছে কালকাতা নাইট রাইডার্স। ১৭ দশমিক ৪ ওভারে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গিয়েছিলো দিল্লি। কোলকাতা জিতে যায় ৩৫ বল বাকি রেখেই।
ঘরের মাঠে অসাধারণ বোলিংয়ে প্রথম ভাগেই জয়ের ভিত্তি গড়ে ফেলে কোলকাতা। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন আন্দ্রে রাসেল, পরে সঙ্গত ধরেছেন জন হেস্টিংস। বাকি কাজটুকু সেরেছেন দুই স্পিনার ব্র্যাড হগ ও পিযূষ চাওলা।
টস হেরে ব্যাটিংয়ে নিমে প্রথম ২ ওভারে ২৩ রান তুলেছিলো দিল্লি। তৃতীয় এভারে রাসেল ফেরান কুইন্টন ডি কক (১০ বলে ১৭) ও শ্রেয়াস আইয়ারকে (০)। নিজের পরের ওভারে ফেরান ময়াঙ্ক আগারওয়ালকে (৯)। সেই চাপ থেকে থেকে আর বের হতে পারেনি দিল্লি। ডি ককের ১৭ রানই শেষ পর্যন্ত থেকে গেছে সর্বোচ্চ। পাঁচে নেমে সঞ্জু স্যামসন করেছেন ১৫। ৪৫ বছর বয়সী চায়নাম্যান বোলার হগ নিয়েছেন ১৯ রানে ৩ উইকেট, ২৪ রানে ৩টি রাসেল। ৬ রানে ২টি হেস্টিংস, ২১ রানে ২টি চাওলা।
রবিন উথাপ্পা ও গৌতম গম্ভীরের ৬৯ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের পথে এগিয়ে যায় কোলকাতা। ৩৩ বলে ৩৫ করে আউট হন উথাপ্পা। ৩৮ রানে অপরাজিত থাকেন গম্ভীর, ১৫ রানে মনিশ পান্ডে। কোলকাতার পরের খেলা নিজেদের মাঠেই আগামী বুধবার, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।