মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদযাপনে মতবিনিময় সভা করেছে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল রোববার বেলা এগারোটার দিকে মুজিবনগর গণপূর্ত রেস্টহাউজ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় দিবসের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, সদস্য রফিকুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মজিবুর রহমান, সম্পাদক নজরুল ইসলাম মোনাখালী ইউপি আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফা, সম্পাদক জামাত আলী, দারিয়াপুর ইউপি আ.লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, মহাজনপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সম্পাদক আব্দুর রশিদ বল্টু প্রমুখ।