মুজিবনগর প্রতিনিধি: ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে কাজের অগ্রতি পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। গতকাল বিকেলে মুজিবগর আম্রকাননের বিভিন্ন স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন। ১৭ এপ্রিলকে উৎসবমুখরভাবে পালন করার জন্য সকলকে আহ্বান জানান তিনি। এছাড়াও দিবসটি সফল করার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক করেন তিনি।