জীবননগর ব্যুরো: জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ায় বড়ভাইকে হাতুড়িপেটা করা হয়েছে। আহত রফিককে (৪৪) হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও ছোটভাই সংবাদপত্র পরিবেশক আলামিনকে তার ঘর থেকে পরিবারসহ বিতারিড় করা হয়েছে। এ ঘটনায় অপর ভাই বশিরসহ ৪ জনকে আসামি করে থানাতে একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, জীবননগর উপজেলার হাসাদাহ মাঝপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলেদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এ বিরোধের জের ধরে বুধবার রাতে দৈনিক মাথাভাঙ্গাসহ সংবাদপত্র পরিবেশক আলামিনকে তার পরিবারসহ ঘর থেকে নামিয়ে দেয়া হয়। এ ঘটনার প্রতিবাদ করলে মেজো ভাই বশিরসহ পরিবারের অন্যরা হাতুড়িসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে বড়ভাই রফিককে পিটিয়ে আহত করে। আহত রফিককে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার বশিরসহ ৪ জনকে আসামি করে জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।