চুয়াডাঙ্গায় ইজিবাইকের চাকায় ওড়না পেচিয়ে যুবতী আহত

 

স্টাফ রিপোর্টার: ইজিবাইকের চাকার সাথে গলার ওড়না পেচিয়ে গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গা দীননাথপুরের বৃষ্টি নামের এক যুবতী। গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা শহরের বেলগাছি রেলগেটের অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী বৃষ্টি খাতুন বাড়ি থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা শহরতলীর বেলগাছি রেলগেটের অদূরে পৌঁছুলে তার গলার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। ইজিবাইকের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় আঘাত পেয়ে চিৎকার দেন বৃষ্টি। তার চিৎকারে ইজিবাইক থামিয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।