গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীর সেই সজল এবার এক ব্যবসায়ীকে কুপিয়েছে। দাবিকৃত চাঁদা না পেয়ে গতকাল রোববার সকালে বামন্দী বাজারে ইলেকট্রনিক ব্যবসায়ী শহিদুল ইসলামকে অতর্কিত ছুরিকাঘাত করে সজল। স্থানীয়রা শহিদুলকে কুষ্টিয়া মেডিকেলে প্রেরণের পাশাপাশি আটক করে সজলকে। এর আগে ইভটিজিংসহ অপরাধমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িয়ে বামন্দী এলাকার এক আতঙ্কের নামে পরিণত হয় সজল। আটক সজল নওদা ছাতিয়ান গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বামন্দী বাজারের বিভিন্ন ব্যবসায়ীসহ এলাকার নানা শ্রেণি-পেশার মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলো সজল। বামন্দী বাস স্ট্যান্ড এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী বামন্দী পশ্চিমপাড়ার শহিদুল ইসলামের (৩৫) কাছে চাঁদা দাবি করে। গতকাল সকালে শহিদুল ইসলাম দোকান খুললে সেখানে পৌছায় সজল। দোকানের ভেতরে প্রবেশ করে টাকা পরিশোধ করতে বলে। টাকা না দেয়ায় অতর্কিত আক্রমণ করে শহিদুল ইসলামের ঘাড়ের ওপর ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হন শহিদুল। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সজলকে আটক করে। স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহিদুলকে কুষ্টিয়া মেডিকেলে নেয়া হয়। তার অবস্থা আশংকজকন বলে জানায় তার পরিবার। এদিকে খবর পেয়ে বামন্দী পুলিশের একটি দল সজলকে গ্রেফতার করে। তার নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। সজলকে থানা হাজতে রাখা হয়েছে। মামলার আসামি হিসেবে আজ তাকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে থানা সূত্রে জানা গেছে।