কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর, চাকুলিয়া-ফুলবাড়ি সংযোগ সড়কের ৫ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য দুর্ভোগ পোয়াচ্ছে ৭ শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীসহ এলাকার প্রায় ৮ হাজার মানুষ। এলাকার উৎপাদিত ফসল বাজারজাত করা নিয়ে বিপাকে পড়ছেন কৃষক। শিক্ষক ও শিক্ষার্থীরা পড়ছেন নানা সমস্যায়। স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি কয়েকবার জানানো হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, একাধিকবার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে মাপজোক করা হলেও কোনো কাজ হয়নি। এছাড়া কয়েকবার রাস্তাটি পাকা করার জন্য মনোনীত হলেও তা তালিকা থেকে বাদ পড়ে যায়। ঠাকুরপুর হাইস্কুলের প্রধান শিক্ষক ও চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এই অঞ্চলের মানুষের বিয়ে দিতে হলে বর্ষাকালে অন্যত্র দূরের কোনো আত্মীয়ের বাড়ি থেকে বিয়ে দেয়া হয়। প্রসূতি মাসহ যেকোনো চিকিৎসা নিতে হলে ৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে আসতে দু ঘণ্টা সময় লেগে যায়। ঠকুরপুর ও চাকুলিয়া গ্রামের সমাজসেবক ছেকার উদ্দীন ও আমির জানান, প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল, মাদরাসাসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে চলাচল করে। স্থানীয়রা জানান, এলাকাটি কৃষিপ্রধান হওয়ায় কৃষিপণ্য বাজারজাত করতে প্রায় ৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। রাস্তা কাঁচা হওয়ায় বর্ষাকালে কৃষিপণ্য পরিবহনের জন্য ট্রাকসহ অন্য গাড়ি প্রবেশ করে না। ফলে অনেকটা কম দামেই এসব পণ্য বিক্রি করতে হয় চাষিদের।