কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সেচ বাবদ মিনি পাম্প মালিকরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। অবশ্য এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলো মিনি পাম্প মালিকদের কথায়। কৃষকদের দাবি, ফসলের উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। ডিপটিউবওয়েল ছাড়াও কৃষকদের সেচ সুবিধার জন্য কুড়ুলগাছি অঞ্চলে ব্যক্তি উদ্যোগে মিনি পাম্প বসানো হয়েছে। এখান থেকে সেচের পানি পাওয়ায় সারা বছরই কোনো না কোনো ফসলের আবাদ করছেন কৃষকেরা।
অভিযোগ উঠেছে, চলতি মরসুমে সেচ খরচ বাবদ কৃষকদের কাছ থেকে মিনি পাম্প মালিকেরা অতিরিক্ত টাকা আদায় করছেন। যেসব আবাদি জমির পাশে ডিপটিউবওয়েলর নেই, তাদেরকে সেচের জন্য নির্ভর করতে হচ্ছে মিনি পাম্পের ওপর। এতে উৎপাদন খরচ বাড়ায় আশানুরূপ লাভের দেখা পাচ্ছেন না কৃষকরা। আর অতিরিক্ত সেচ খরচ নেয়ার কথা স্বীকার করলেও বিভিন্ন অজুহাত দেখালেন মিনি পাম্প মালিকরা।