স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সাতগাড়ি গ্রামে জরিমানার টাকা ফেরত নিতে গিয়ে একজনকে পিটিয়ে জখম করেছে একই এলাকার ইমরান নামের এক যুবক। মাসখানেক আগে সাতগাড়ি গ্রামের ২ সন্তানের জননী হাজেরা খাতুনের সাথে আপত্তিকর অবস্থায় আটক হয়ে ৩০ হাজার টাকা জরিমানা দেন ইমরান হোসেন। গতকাল রোববার বিকেল ৩টার দিকে ইমরানের দেয়া জরিমানার সেই টাকা ফেরত চেয়ে তা না পেয়ে হাজেরার ভাসুর আবদার আলীকে পিটিয়ে জখম করে ইমরান ও তার দলবল। জখম আবদার আলীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামের ইমরান হোসেন মাসখানেক আগে এলাকারই ২ সন্তানের জননী হাজেরা খাতুনের সাথে আটক হয়। আপত্তিকর অবস্থায় আটক হওয়ার অপরাধে সালিসে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় ইমরানকে। জরিমানার টাকা প্রদানও করে সে। এদিকে জরিমানার টাকা ফেরত চেয়ে মাঝে মধ্যেই হুমকি দেয় ইমরান। টাকা ফেরত না পেয়ে গতকাল বিকেল ৩টার দিকে ইমরান তার দলবল নিয়ে হাজেরার বাড়িতে যায়। এ সময় হাজেরার ভাসুর আবদার আলী (৩৫) টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে জখম করে ইমরান ও তার সাথে থাকা সাতগাড়ি গ্রামের মোবারক মণ্ডলের ছেলে মোলাম হোসেন। পরে জখম আবদার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্বজনরা। এদিকে আবদার আলীর শয্যাপাশে থাকা ২ সন্তানের জননী হাজেরা খাতুন জানান, জরিমানার ওই টাকা দু সপ্তাহ আগেই ইমরানকে ফেরত দেয়া হয়েছে।