বলিউড অভিনেতা প্রিয়াঙ্কা চোপড়া দ্বিতীয়বারের মতো দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। বছরের সেরা অভিনেত্রী হিসেবে তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে। এর আগে ২০১১ সালে ‘সাত খুন মাফ’ ছবির জন্য ফাউন্ডেশন থেকে ‘সবচেয়ে স্মরণীয় অভিনয়’ পুরস্কার পান। ১৪৭ তম দাদাসাহেব ফালকে জয়ন্তী অনুষ্ঠানে আগামী ২৪ এপ্রিল মুম্বাইয়ে ‘ফ্যাশন’ তারকার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। বর্তমানে হলিউডে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকা টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’তে কাজ করছেন তিনি। এছাড়াও ‘বেওয়াচ’ ছবিতে কাজ করছেন প্রিয়াঙ্কা। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।