গাংনীর বামন্দীতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারো বিক্ষোভ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়েনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আবারো বিক্ষোভ মিছিল করেছে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা। গতকাল শনিবার সকালে বামন্দী বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপির সভাপতির কুশপুত্তলিকা দাহ করা হয়।

বিক্ষোভ শেষে বামন্দী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়ালকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার দিয়ে নির্বাচনী বৈতরণী পাড়ি দেয়া যাবে না। এতে এ অঞ্চলের বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। তাই দুই দু বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ালকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানান তারা। অন্যথায় জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুশিয়ারী করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, বামন্দী ইউপির বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদসহ নেতৃবৃন্দ। একই দাবিতে এর আগে ৬ এপ্রিল একই কর্মসূচি পালন করা হয়।