স্টাফ রিপোর্টার: ১০ এপ্রিল চুয়াডাঙ্গা প্রথম রাজধানী দিবস। মুক্তিযুদ্ধকালীন প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে চুয়াডাঙ্গা প্রথম রাজধানী বাস্তবায়ন পরিষদ আগামীকাল রোববার ১০ এপ্রিল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে আটটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বরে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। সকাল সাড়ে ৯টায় শহীদ হাসান চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। মানববন্ধন শেষে দাবির পক্ষে শোভযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে বেলা ১১টায় শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে চুয়াডাঙ্গা প্রথম রাজধানী- স্বীকৃতি চাই শীর্ষক আলোচনা সভা এবং প্রস্তাবনার স্বপক্ষে তথ্য উপাত্ত উপস্থাপন আলোচনাসভা রাজনৈতিক নেতৃত্বের সংহতি জ্ঞাপন অনুষ্ঠিত হবে। বিকাল পাঁচটায় চুয়াডাঙ্গার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণমূলক আলোচনা ২৬ মার্চ থেকে ১৭ এপ্রিল আমার স্মৃতিতে চুয়াডাঙ্গা। সন্ধ্যা সাড়ে ছয়টায় একই স্থানে পরিবেশিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র মুক্তির গান, ভিডিও প্রদর্শনী। এছাড়া স্থানীয় সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় আবৃত্তি ও গান পরিবেশিত হবে।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকার বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থা-অবস্থান, স্থানীয় নেতৃত্বের দুঃসাহসী ভূমিকা এবং মুক্তাঞ্চল থাকার কারণে ১০ এপ্রিল চুয়াডাঙ্গা শহরকে প্রথম অস্থায়ী রাজধানী হিসেবে ঘোষণা দেন এবং সদ্য গঠিত অস্থায়ী সরকারের শপথ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি হলে শপথের স্থান সীমান্ত সংলগ্ন মেহেরপুরের বৈদ্যনাথতলা আমবাগানে স্থানান্তরিত হয়। ঐতিহাসিক শপথ গ্রহণের সেই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালিত হয়ে আসছে।
এদিকে যে অকুতোভয় মানুষ, তাদের দুঃসাহসী নেতৃত্ব ও সংগ্রামী জনপদ ১০ এপ্রিল চুয়াডাঙ্গা অস্থায়ী রাজধানীর যে মর্যাদা পেয়েছিলো তা ৪৫ বছরে রাষ্ট্রীয় স্বীকৃতির অভাবে হারিয়ে যেতে বসেছে। কিন্তু চুয়াডাঙ্গাবাসী হিসেবে আমরা প্রথম রাজধানীর মর্যাদার দাবি থেকে সরে আসতে পারি না, বরং অবিরাম উদযাপনের মাধ্যমে ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সোচ্চার হতে পারি। সেই লক্ষ্যে গত ১ এপ্রিল অরিন্দম কার্যালয়ে মতবিনিময়সভায় চুয়াডাঙ্গা প্রথম রাজধানী স্বীকৃতি চাই দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে চুয়াডাঙ্গা প্রথম রাজধানী বাস্তবায়ন সংগ্রাম পরিষদ এবং রাজনৈতিক নেতৃত্বের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।