দামুড়হুদা চিৎলা হাসপাতালে বেহুশ অবস্থায় দুদিন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তির জ্ঞান না ফেরায় মেলেনি পরিচয়

 

দামুড়হুদা প্রতিনিধি: বেহুশ অবস্থায় দামুড়হুদা চিৎলা হাসপাতালে রেখে যাওয়া অজ্ঞাত পরিচয়ের মধ্যবয়সী একব্যক্তি একটানা দু দিন ধরে ঘুমিয়ে আছে। হাসপাতালে ভর্তি থাকা দামুড়হুদা বদনপুরের করিমনচালক ছানোয়ার তার দেখাশুনা করছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে দর্শনার সুমন নামের এক যুবক তার দুজন বন্ধুর সহযোগিতায় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সুমন মোবাইলফোনে মাথাভাঙ্গা প্রতিনিধিকে জানান, গত বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দর্শনা বাসকাউন্টারের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের পরামর্শে মানবিক কারণে তাকে চিৎলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। আনুমানিক ৪৮ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির জ্ঞান না ফেরায় তার পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের ধারণা বৃহস্পতিবার শিয়ালমারির পশুহাট ছিলো। ওই ব্যক্তি সম্ভবত গরুর ব্যাপারী হতে পারে। সে হয়তো ওই পশুহাটেই যাচ্ছিলো। পথিমধ্যে অজ্ঞান পার্টি লোকজন তাকে চেতনানাশক কিছু খাইয়ে তার সর্বস্ব লুট করে নিয়ে গেছে। তার পরনে লুঙ্গি, এবং গায়ে ফুলহাতা চেক সার্ট আছে। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতালে) কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন জানান, তাকে অজ্ঞানপার্টির লোকজন চেতনানাশক কিছু খাওয়ানোর ফলেই এ অবস্থা হতে পারে। তাকে এ পর্যন্ত তিনটি সেলাইন দেয়া হয়েছে। সেলাইনের পাশাপাশি অন্যান্য ওষুধও দেয়া হচ্ছে। গত দু দিনে সে কোনো কথাই বলতে পারেনি। তবে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সে অস্পষ্টভাবে কথা বলেছে। তার নাম জার্মান। বাড়ি গোপালনগর। এ টুকুই জানা গেছে। সে এখনও পর্যন্ত শঙ্কামুক্ত নয় বলেও তিনি জানান।