ভ্রাম্যমাণ সংবাদদাতা: বেসরকারি উন্নয়ণ সংস্থা ‘আশা’ থেকে গ্রহণ করা ঋণের টাকার কিস্তি জোগাড় করতে রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে ধরা পড়েছে প্রতিবন্ধী আজিজুলসহ ২ জন।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের পিজোর উদ্দিনের ছেলে প্রতিবন্ধী আজিজুল ইসলাম (৫০) তার স্ত্রী কার্পাসডাঙ্গা আশা এনজিও থেকে ২৫ হাজার টাকা ঋণ গ্রহণ করে। প্রতি সপ্তাহে ৫শ ৫০ টাকা কিস্তি দিতে হয়। প্রায় অর্ধেক কিস্তির টাকা প্রতিবন্ধী আজিজুল দিতে পারলেও গত বৃহস্পতিবার ওই কিস্তির টাকা দিতে ব্যার্থ হয়। কোনো জায়গায় ধর্না দিয়েও টাকা জোগাড় করতে পারে নি। তার বাড়িতে হাজির হয় আশা এনজিওর কর্মী। টাকা দেয়ার শুরু করে চাপাচাপি। প্রতিবন্ধী আজিজুল শুক্রবার টাকা দেবে জানালে আশা এনজিওর কর্মী চলে আসে। রাতে আজিজুল ও তার বাড়ির পাশে গোলাম হোসেনের ছেলে আনিসুরকে (৩০) নিয়ে রাস্তার ২ পাশে সমিতির লাগানো বাবলা গাছ কাটতে যায়। ৩টি গাছ কাটার পরই সেখানে পৌঁছে যায় পুলিশ। নাটুদাহ থানার টহলরত পুলিশ তাদেরকে গাছ কাটতে দেখতে পেয়ে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ৫ সদস্য বিশিষ্ট পরিবারের সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয় প্রতিবন্ধী আজিজুলের এনজিও থেকে ঋণ নিতে বাধ্য হয় আজিজুলের স্ত্রী আকলিমা খাতুন। আজিজুল প্রতিবন্ধী হওয়ায় ২৫ হাজার টাকা ঋণ নিয়ে কোনো কাজ করতে ব্যর্থ হয়। ঋণের টাকা বিভিন্ন কাজে খরচ হয়ে যায়। আজিজুল হয়ে যায় বিপদগ্রস্ত। বৃহস্পতিবার সকাল হলেই ৫শ ৫০ টাকা কিস্তি। স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কোনো দিন অনাহারে কোনোদিন অর্ধহারে থাকতে হয় তাদেরকে। প্রতিদিন উপার্জন না খাকায় একজনের সহযোগিতা নিয়ে রাতের আঁধারে গাছ কাটতে গিয়ে সে পুলিশের খাচায় বন্দী হয়। অবশ্য ১২ ঘণ্টা পুলিশ হাজতে আটক থাকার পর মুচলেকা দিয়ে বাড়ি ফিরেছেন প্রতিবন্ধী আজিজুল।