দর্শনা বিজিবির মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান ফেনসিডিল ও হেরোইনসহ আটক দুই

 

 

দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক 3টি অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিল ভর্তি প্রাইভেটকারসহ আটক করেছে দর্শনা থানাপাড়ার মনজু ও হেরোইনসহ আটক করেছে ঈশ্বরচন্দ্রপুরের শাহাজলকে। আটককৃতদের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গত পরশু বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা মেমনগরে একটি সমিলের সামনে স্ট্রিল রঙয়ের ঢাকা মেট্রো-গ ২৩-৭৫৫৪ রেজি. নম্বরের একটি প্রাইভেট কারে ফেনসিডিল সেটিং করা হচ্ছে এ রকম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ আটক করেছে দর্শনা থানাপাড়ার আজাহার আলীর ছেলে মনরুর মোর্শেদকে। রাত পর্যন্ত প্রাইভেটকার তল্লাশি না করার কারণে বিজিবির পক্ষ থেকে ততক্ষনাতভাবে কোনো তথ্য দেয়া সম্ভব হয়নি। পরে জানা গেছে, প্রাইভেটকার থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে, ১৭৯ বোতল ফেনসিডিল, ১২০ ইউরো ডলার, ৪টি ভারতীয় রুপির কয়েন, বাংলাদেশii ১২ হাজার ৮শ ৫০ টাকা, মোবাইলফোন, ভারতীয় সিম কার্ডসহ বিভিন্ন মালামাল। বিজিবির পক্ষ থেকে উদ্ধারকৃত মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ লাখ, ৩৭ হাজার ৭৬৩ টাকা। এ ঘটনায় সুবেদার রবিউল ইসলাম বাদি হয়ে গতকাল শুক্রবার দামুড়হুদা থানায় মনজু, দর্শনা মেমনগরের ইসরাইল হোসেন ড্রাইভারের ছেলে আশরাফুল ইসলাম ও দামুড়হুদার পারকৃষ্ণপুরের আখের আলীর ছেলে হাবিবুর রহমান ওরফে হাবির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এবার ফসকে গেলো জয়নগরের ও শ্যামপুরের চিহ্নিত ২ মাদককারবারী। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃত মনজুকেসাবাদে সে বেশ কিছু তথ্য ফাস করেছে যা তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোখলেসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঈশ্বরচন্দ্রপুর স্কুলপাড়ার মওলা বক্সের ছেলে শাহাজল ইসলামের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫ গ্রাম হেরোইন। আটক করা হয়েছে অভিযুক্ত হেরোইন কারবারী শাহাজলকে। এ ঘটনায় হাবিলদার মোখলেসুর রহমান বাদি হয়ে গতকালই শাহাজলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে ভোর ৫টার দিকে দর্শনা ক্যাম্পের নায়েক পারভেজ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা সীমান্তবর্তী জয়নগরে। বিজিবি সদস্যরা জয়নগর মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বলে জানিয়েছে।